আমি যদি কোনদিন পথ ভুলে যাই | Ami Jodi Konodin Poth Vule Jai

আমি যদি কোনদিন পথ ভুলে যাই

কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান


আমি যদি কোনদিন পথ ভুলে যাই
হাতছানি দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।

জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করো না তুমি বাদ প্রতিবাদ
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও।

ভুল ছাড়া জীবনে আর কী আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে।

তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কীমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে
সেই পথে চলার শক্তি দিও।

Post a Comment

أحدث أقدم