হে রাসূল তোমায় ভালোবাসি
হে রাসূল তোমায় ভালোবাসি
অন্তরে শুধুই মুখে না (২)
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নামকেও ডরিনা (২)
হে রাসূল...জান্নাতের আশায়...ঐ
তোমায় পাওয়ার আসায়
মন ছুটে যায় মদীনায় (২)
এ আশিকেরে দীদার দাও না
আর দূরে থাকিও না (২)
হে রাসূল...জান্নাতের আশায়...ঐ
তোমার ঐ নাম শুনিলাম
এই চোখে দেখলাম না (২)
এই সুর যদি শুনে থাকো
একবার দেখা দাও না (২)
হে রাসূল...জান্নাতের আশায়...ঐ
কত আশিক যায় মদিনায়
তব রওজায়ে আতহায় (২)
এই গরিবেরো আর্জি শুনো
মোরে খাবে দেখা দাও না (২)
হে রাসূল...জান্নাতের আশায়...ঐ
অসাধারন
ردحذفঅসাধারণ নবী (স:)প্রেম।
ردحذفএটার লেখককে?
ردحذفAlhamdulilla
ردحذفমাশাল্লাহ 🥰🥰
ردحذفআশেকের মনের খোরাক মাশাআল্লাহ💚🤲
ردحذفإرسال تعليق