একীভূত হচ্ছে ইউনাইটেড পাওয়ারের দুই অঙ্গ প্রতিষ্ঠান
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের দুটি অঙ্গ প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়েছে। অঙ্গ প্রতিষ্ঠান দুটি হল- ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহাজানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি। কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী একীভূত হওয়ার ক্ষেত্রে কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। একীভূত হচ্ছে ইউনাইটেড পাওয়ারের দুই অঙ্গ প্রতিষ্ঠান কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়েছে। অঙ্গ প্রতিষ্ঠান দুটি হল- ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহাজানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি। কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী একীভূত হওয়ার ক্ষেত্রে কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে অঙ্গপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ সভায় একীভূত হওয়ার বিষয়টি অনুমোদন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের অনুমোদন ও হাই কোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত কোম্পানির শেয়ার হোল্ডারদের বিশেষ সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে। এই দুটি প্রতিষ্ঠানের একীভূত হওয়ার ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের অনুমোদনের জন্য কোম্পানি আইন-১৯৯৪ এর ২২৮ ও ২২৯ সেকশন অনুযায়ী আবেদন জানানোর কথা রয়েছে। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ব্যয় হ্রাস, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কারণে ইউনাইটেড পাওয়ারের মুনাফার পরিমাণ বাড়বে বলে ইউনাইটেড পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১৫ সালে ইউনাইটেড পাওয়ার কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।