প্রতিশ্রুতি - কুতুবউদ্দিন কায়েস, বাংলা গজল লিরিক্স | Protisruti - Kutubuddin Kayes, Bangla Gojol Lyrics
প্রতিশ্রুতি
শিল্পী: কুতুবউদ্দিন কায়েস
কথা: সাদ মুশফিক খাঁন ও শামস ইবনে সেকেন্দার
সুর: শামস ইবনে সেকেন্দার
হো... অ... অ অ অ
হো... অ অ অ..অ অ
তুলো তুলো মেঘগুলো, আকাশের চাঁদ ধুলো
আমার এ দিন গুলো ভালো যায়না,
নীল নীল আকাশে, বৃষ্টির সুবাসে
তোমারই গানগুলো ভুলা যায়না। (২)
তারাগুলো ঝলমলে, আমার এই আঁখি জলে
ভেসে ভেসে যায় কত ঢেউ
নেই নেই নেই কেউ, আমার আর নেই কেউ
কেউ নেই কেউ নেই নেই কেউ।
হে প্রভু তুমি দাও প্রতিশ্রুতি, আমায় তুমি করবে ক্ষমা
হে প্রভু তুমি দাও প্রতিশ্রুতি, আমায় তুমি দেবে গো দেখা
শীতল হবে নয়ন, ফুরাবে প্রদহন
শীতল হবে নয়ন, ফুরাবে প্রদহন
তোমায় তো ভুলা যায়না।
হো অ অ অ..., হো অ অ অ অ অ অ অ, অ অ অ অ অ অ অ
হা আ আ আ... হা আ আ আ আ আ আ আ, আ আ আ আ আ আ আ
স্বপ্নের মুখখানি হৃদয়ের সাগরেতে, ধূলে ধূলে ধূলিকণা জমে যায়...
স্বপ্নই স্বপ্ন, স্বপ্ন সদা রঙিন
স্বপ্ন বহুদূর নিয়ে যায়। (২)
হে প্রভু তুমি দাও প্রতিশ্রুতি, আমায় তুমি করবে ক্ষমা
হে প্রভু তুমি দাও প্রতিশ্রুতি, আমায় তুমি দেবে গো দেখা
শীতল হবে নয়ন, ফুরাবে প্রদহন
শীতল হবে নয়ন, ফুরাবে প্রদহন
তোমায় তো ভুলা যায়না।
তুলো তুলো মেঘগুলো, আকাশের চাঁদ ধুলো
আমার এ দিন গুলো ভালো যায়না,
নীল নীল আকাশে, বৃষ্টির সুবাসে
তোমারই গানগুলো ভুলা যায়না। (২)
তোমারই গানগুলো ভুলা যায়না... (৩)