রাবিতে ২ ছাত্রলীগকর্মীকে মারধোর

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম নামে দুই ছাত্রলীগকর্মীকে মারধোর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী সূত্রে জানাযায়, ‘রিংকু-সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশন প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ৩/৪ জন এসে সাইফুলের ওপর রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে তারা রায়হানুল ইসলাম রিংকুকেও রড দিয়ে মেরে গুরুতর আহত করে। এতে রিংকুর মাথা ও পিঠে গুরুতর জখম হন এবং সাইফুলও আহত হন। হামলাকারী ওই দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় একটি ল্যাপটপ ও দুটি ফোন নিয়ে যায়। পরে ঘটনাস্থলের পাশেই অবস্থান করা সহপাঠীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) নিয়ে যায়। আহত সাইফুল ইসলাম বলেন, ‘কেনো কারণ ছাড়াই আমাদের মারা হয়েছে। কী কারণে মারা হয়েছে জানি না। আমরা ওদের কাউকে চিনতে পারিনি।’ এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। তবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। ব্যক্তিগত দ্বন্দ্বে হতে পারে।’ রাবিতে ২ ছাত্রলীগকর্মীকে মারধোর রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম নামে দুই ছাত্রলীগকর্মীকে মারধোর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী সূত্রে জানাযায়, ‘রিংকু-সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশন প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ৩/৪ জন এসে সাইফুলের ওপর রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে তারা রায়হানুল ইসলাম রিংকুকেও রড দিয়ে মেরে গুরুতর আহত করে। এতে রিংকুর মাথা ও পিঠে গুরুতর জখম হন এবং সাইফুলও আহত হন। হামলাকারী ওই দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় একটি ল্যাপটপ ও দুটি ফোন নিয়ে যায়। পরে ঘটনাস্থলের পাশেই অবস্থান করা সহপাঠীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) নিয়ে যায়। আহত সাইফুল ইসলাম বলেন, ‘কেনো কারণ ছাড়াই আমাদের মারা হয়েছে। কী কারণে মারা হয়েছে জানি না। আমরা ওদের কাউকে চিনতে পারিনি।’ এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। তবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। ব্যক্তিগত দ্বন্দ্বে হতে পারে।’
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url