লেভান্তেকে আবার গোলে ভাসাবেন মেসিরা?

লেভান্তেকে পেলেই যেন গোল উৎসবে মেতে ওঠে বার্সেলোনার আক্রমণভাগ। সেই ধারাবাহিকতায় এবারও কি তুলনামূলক দুর্বল দলটিকে গোলে ভাসাবেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেসরা? স্পেনের লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাঠ কাম্প নউতে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১২টায়। এর আগে বার্সেলোনা আর লেভান্তের সাক্ষাৎ হয়েছে ১৮বার। লেভান্তে কখনোই বার্সাকে হারাতে পারেনি। দুর্বল প্রতিপক্ষকে ১৪টি ম্যাচেই হারায় বার্সেলোনা। বাকি চারটি ম্যাচ ড্র হয়। গত মৌসুমে লেভান্তেকে রীতিমতো গোলবন্যায় ভাসায় বার্সেলোনা। নিজেদের মাঠে মেসির হ্যাটট্রিকে ৫-০ গোলে জেতে লুইস এনরিকের দল। ফিরতি ম্যাচে লেভান্তের মাঠ থেকেও একই ব্যবধানের জয় নিয়ে ফেরে তারা। লেভান্তেকে আবার গোলে ভাসাবেন মেসিরা? স্পেনের লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাঠ কাম্প নউতে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১২টায়। এর আগে বার্সেলোনা আর লেভান্তের সাক্ষাৎ হয়েছে ১৮বার। লেভান্তে কখনোই বার্সাকে হারাতে পারেনি। দুর্বল প্রতিপক্ষকে ১৪টি ম্যাচেই হারায় বার্সেলোনা। বাকি চারটি ম্যাচ ড্র হয়। গত মৌসুমে লেভান্তেকে রীতিমতো গোলবন্যায় ভাসায় বার্সেলোনা। নিজেদের মাঠে মেসির হ্যাটট্রিকে ৫-০ গোলে জেতে লুইস এনরিকের দল। ফিরতি ম্যাচে লেভান্তের মাঠ থেকেও একই ব্যবধানের জয় নিয়ে ফেরে তারা। নতুন মৌসুমেও লেভান্তের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখতে চায় বার্সেলোনা। বাস্তবতা মেনে নিয়েই বার্সেলোনার মাঠে যাওয়ার কথা বলেন লেভান্তের মিডফিল্ডার ভিক্তর কামারাসা। "তাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে।" প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও এই ম্যাচে বিশেষ কিছু পাওয়ার আশা করতেও ছাড়ছেন না কামারাসা। "কিন্তু এটা ফুটবল এবং সেখানে আমরা লড়াইয়ের জন্য তৈরি হয়েই যাচ্ছি। আশা করছি, একটি পয়েন্ট পাব।" কাম্প নউ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরতে হলে যে বার্সেলোনার বাজে একটি দিন যেতে হবে, এটাও মানেন কামারাসা। এ ম্যাচের আগে অবশ্য কাতালুনিয়া দলটিতে মন খারাপের একটা আবহ আছে। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে হাঁটুতে চোট পান দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। স্পেনের সংবাদমাধ্যমের খবর পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে তার। প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও এই ম্যাচে বিশেষ কিছু পাওয়ার আশা করতেও ছাড়ছেন না কামারাসা। "কিন্তু এটা ফুটবল এবং সেখানে আমরা লড়াইয়ের জন্য তৈরি হয়েই যাচ্ছি। আশা করছি, একটি পয়েন্ট পাব।" কাম্প নউ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরতে হলে যে বার্সেলোনার বাজে একটি দিন যেতে হবে, এটাও মানেন কামারাসা। এ ম্যাচের আগে অবশ্য কাতালুনিয়া দলটিতে মন খারাপের একটা আবহ আছে। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে হাঁটুতে চোট পান দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। স্পেনের সংবাদমাধ্যমের খবর পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে তার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url